Wellcome to National Portal
বাংলাদেশ চা বোর্ড গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৮ অক্টোবর ২০২২

চা বোর্ডে শেখ রাসেল দিবস ২০২২ উদযাপিত


প্রকাশন তারিখ : 2022-10-18

প্রেস বিজ্ঞপ্তি

চা বোর্ডে শেখ রাসেল দিবস উদযাপিত

চট্টগ্রাম, ১৮.১০.২০২২ খ্রি.: বাংলাদেশ চা বোর্ড, প্রধান কার্যালয়, চট্টগ্রামে আজ (১৮ অক্টোবর, ২০২২ খ্রি. তারিখে) দিনব্যাপী নানা আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের জন্মদিন ও শেখ রাসেল দিবস ২০২২ উদযাপিত হয়েছে।

দিবসটি উপলক্ষ্যে সকালে চা বোর্ড প্রধান কার্যালয়ে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, কেক কেটে জন্মদিন উদযাপন, ডকুমেন্টারি প্রদর্শনী, আলোচনা সভা, চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় বিজয়ী শিশু-কিশোরদের মাঝে পুরস্কার বিতরণ এবং বাদ যোহর বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সকল শহিদ সদস্যের রুহের মাগফেরাত কামনায় দোয়ার আয়োজন করা হয়। বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সকল কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

সকাল ১১.৩০ টায় দিবসটি উপলক্ষ্যে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মো: আশরাফুল ইসলাম, এনডিসি, পিএসসি বলেন, “ছয় দফা প্রণয়ন, ঊনসত্তরের গণআন্দোলন, মুক্তিযুদ্ধ এবং মহান স্বাধীনতা অর্জনের পর দেশগঠনের প্রচেষ্টা– এতোসব কর্মমুখর সময়ের মধ্যে শেখ রাসেলের জন্ম ও বেড়ে ওঠা। বাঙালি জাতির জন্মলগ্নের গুরুত্বপূর্ণ সময়গুলোজুড়ে ডানা মেলেছে তার শৈশব। বর্তমান প্রজন্মের শিশু কিশোরদেরকে উন্নত বাংলাদেশের নাগরিক হিসেবে প্রতিষ্ঠিত করার প্রত্যয়ে শিশু-কিশোরদের মাঝে শেখ রাসেলের স্মৃতি অম্লান থাকবে। একই সাথে আগামী দিনে বাংলাদেশকে পরিচালনাসহ নেতৃত্ব দানের ক্ষেত্রে শেখ রাসেলের দীপ্ত প্রত্যয়কে হৃদয়ে ধারণ করে তাঁরা উন্নত বাংলাদেশ গড়ার শক্তিতে বলীয়ান হবে এটাই আজকের এ দিনে আমাদের সকলের প্রত্যাশা।”

বোর্ডের ভারপ্রাপ্ত সচিব মোহাম্মাদ রুহুল আমীন এর সঞ্চালনায় উক্ত আলোচনা সভায় বোর্ডের সদস্য (অর্থ ও বাণিজ্য) মোহাম্মদ নূরুল্লাহ নূরী, উপপরিচালক (পরিকল্পনা), উপপরিচালক (বাণিজ্য), গবেষণা কর্মকর্তা বক্তব্য রাখেন। সভায় বোর্ডের সকল শ্রেণির কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ অংশ্রগহণ করেন।